
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবৈধ যানবহন আগলামনের ধাক্কায় অটোরিকশা উল্টে নওরিন খাতুন (১৬) নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩জন। মঙ্গলবার রাত ৮টার সময় ভেড়ামারা-লালনশাহ সেতু সড়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রুপপুর বিবিসি বাজার মৃত রুবেল হোসেনের কন্যা নওরিন খাতুন। রাস্তার উপরে অবৈধ্য কাদামাটি এমনভাবে পড়ে রয়েছে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
ভেড়ামারা থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবৈধ্য যানবহন গরুটানা আগলামন রাস্তার মাটি কাদায় পিছলে নিয়ন্ত্রন হারিয়ে সামনে থাকা অটোরিক্্রাকে ধাক্কা দিলে উল্টে যায়। ঘটনাস্থলে নওরিন খাতুনের মৃত্যু হয়। নওরিনকে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। এই ঘটনায় আরো ৩জন আহত হয়েছে। রাস্তার উপরে অবৈধ্য কাদামাটি এমনভাবে পড়ে রয়েছে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষ চলাচল করতে গেলেও পিছলে পড়ে যায়।
ভেড়ামারা থানার পরিদর্শক (তদন্ত) আকিবুল ইসলাম বলেন, অবৈধ্য যানবহন আগলামনের ধাক্কায় অটোরিক্্রা উল্টে নওরিন খাতুন নামে একজনের মৃত্যু হয়েছে। চালক পালিয়েছে। আগলামন গাড়িটিকে জব্দ করে ভেড়ামারা থানা হেফাজতে নেওয়া হয়েছে।