
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা হিসনার খালে বাঁধ ও ক্ষেমিরদিয়াড় যাওয়ার পথে হিসনা ব্রিজের নিচে দেওয়াল দিয়ে মাছ চাষ করছে স্থানীয় প্রভাবশালীরা। বৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়েছে আশেপাশের বসবাসকারীরা। জলাবদ্ধ হয়ে পড়েছে বসতবাড়ি, দোকানপাট, খামার, ব্যবসায়ী প্রতিষ্ঠান, চাষাবাদের জমি। গত কয়েকদিনের বৃষ্টিতে পানি নিষ্কাশনের ব্যাহত হওয়ায় পানি বন্দী হয়ে পড়েছে এলাকার মানুষেরা।
হিসানা নদীতে বাঁধ ও ক্ষেমিরদিয়াড় যাওয়ার পথে হিসনা ব্রিজের নিচে দেওয়াল দিয়ে মাছ চাষের জন্য পানি নিষ্কাশনের একমাত্র পথ বিশুকা খাল ও হিসনা নদীতে বাঁধ দিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। এতে বের হতে পারেনি আশেপাশের জমিতে ওটা পানি। পানি বের না হওয়ার কারণে চাষীদের জমি চাষ করা নিয়ে ব্যাপক অসুবিধায় পড়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের আকুল আবেদন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের বিষয়টি দ্রুত নিষ্পত্তি করে আমাদের বেঁচে থাকার ব্যবস্থা করে দেয়।
কেউ নদীতে গোসল বা পানি ব্যবহার করতে গেলে শিকার হতে হচ্ছে হুমকি ও মারধরের। এতে বন্ধ হয়ে গেছে ভেড়ামারের উপজেলার একাংশের পাট চাষ ও।
ভেড়ামারা উপজেলার নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু বলেন, এটা নিয়ে আমরা কাজ করছি। এটি জায়গা যেহেতু পানি উন্নয়ন বোর্ডের সেহেতু পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে দৃষ্টি আকর্ষণ করেছি।