
কুষ্টিয়ার ভেড়ামারার পদ্মা নদীতে শুক্রবার দিনব্যাপী মা ইলিশ সংরক্ষণ অভিযান চলে। এই অভিযান অব্যাহত থাকবে।
মা ইলিশ সংরক্ষণ অভিযানে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব আরমান হায়দার, কুষ্টিয়া জেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সিদ্দিকুর রহমান প্রমুখ।
ভেড়ামারা উপজেলার পদ্মা নদীতে অভিযানে ২ জন জেলে ও ২০০০ মিটার কারেন্ট জাল আটক করেন। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করেন রেকসোনা খাতুন, সহকারী কমিশনার (ভূমি), ভেড়ামারা, কুষ্টিয়া । আটক ২ জন জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় সতর্ক করে ছেড়ে দেওয়া হয় ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংশ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মি শিরিনসহ দপ্তর ভেড়ামারা এর সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।