ঢাকাFriday , 22 October 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আজকের ভিডিও খবর
  5. উপজেলার খবর
  6. কুষ্টিয়া
  7. খেলাধুলা
  8. চুয়াডাঙ্গা
  9. জেলার খবর
  10. টপ নিউজ
  11. পর্যটন
  12. প্রবাসীদের খবর
  13. ফিচার
  14. বিজ্ঞান-প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ভেড়ামারার পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান

Link Copied!

কুষ্টিয়ার ভেড়ামারার পদ্মা নদীতে শুক্রবার দিনব্যাপী মা ইলিশ সংরক্ষণ অভিযান চলে। এই অভিযান অব্যাহত থাকবে।

মা ইলিশ সংরক্ষণ অভিযানে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব আরমান হায়দার, কুষ্টিয়া জেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সিদ্দিকুর রহমান প্রমুখ।

ভেড়ামারা উপজেলার পদ্মা নদীতে অভিযানে ২ জন জেলে ও ২০০০ মিটার কারেন্ট জাল আটক করেন। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করেন রেকসোনা খাতুন, সহকারী কমিশনার (ভূমি), ভেড়ামারা, কুষ্টিয়া । আটক ২ জন জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় সতর্ক করে ছেড়ে দেওয়া হয় ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংশ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মি শিরিনসহ দপ্তর ভেড়ামারা এর সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।