কুষ্টিয়ার ভেড়ামারার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে বে-সরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হলেন,
ধরমপুর ইউনিয়নের আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী (আনারস) মোঃ শামসুল হক ৮,৯৭১, নিকটতম (নৌকা) শাহাবুল আলম লালু ৮,৪২০ ও (মশাল) আইয়ুব আলী ৫,১৩৮ ভোট।
জুনিয়াদহ ইউনিয়নের আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী (আনারস) মোঃ হাসানুজ্জামান হাসান ৯,৬৫৫, নিকটতম (নৌকা) শওকত আলী ৬,২৭৯ ও (মশাল) শাহাজাহান আলী ৪,৯৮৪ ভোট।
চাঁদগ্রাম ইউনিয়নের জাসদ প্রার্থী আব্দুল হাফিজ তপন (মশাল) ৬,০৪২। নিকটতম (নৌকা) বুলবুল কবির ২,৮৯৯, (আনারস) জানবার হোসেন ২,৫৭৬ ভোট।
মোকারিমপুর ইউনিয়নের (নৌকা) প্রার্থী আব্দুস সামাদ ৭,৭৫৭, নিকটতম (আনারস) শামিম ৭,১৯০ ও (মশাল) বেনু ৬,৯১৪ ভোট।
বাহিরচর ইউনিয়নের (নৌকা) প্রার্থী রওশনারা বেগম ৮,১৫৬, নিকটতম (মশাল) আবু হাসান আবু ৫,৮৬১ ও (আনারস) রোকনুজ্জামান রোকন ১,৯৪৭ ভোট।
বাহাদুরপুর ইউনিয়নের (নৌকা) প্রার্থী সোহেল রানা পবন ১১,৩৩৫। নিকটতম (মশাল) আশিকুর রহমান ছবি ৩,১৩০ ও (আনারস) আসাদুজ্জামান আসাদ ৯৯ ভোট পেয়েছেন।