
জাতীয় পুষ্টি সপ্তাহ’২১ উদ্বোধন উপলক্ষে শনিবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল আমীন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঈীর হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন, ভেড়ামারা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইন্দোনেসিয়া সিটু,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান আরা, বাহিরচর ইউপি চেয়ারম্যান রওশন আরা বেগম, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান ছবি, ভেড়ামারা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, শিক্ষক রবিউল ইসলাম সহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দ।