কুষ্টিয়ার ভেড়ামারা জিকে ক্যানালে এইচএসসি পরীক্ষার্থী আবিদ হোসেন পানিতে ডুবে মুত্যু হয়েছে। আবিদের মৃত্যুতে এলাকায় শোকের মাতম। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, ভেড়ামারা মধ্যবাজার সরকারি বালিকা বিদ্যালয়ের পূর্ব পাশের বাসিন্দা ও দৌলতপুর যুব উন্নয়নে কর্মরত ওহিদুল ইসলাম’র ছেলে এইচএসসি পরীক্ষার্থী আবিদ হোসেন আজ মঙ্গলবার বেলা ১১ টা ৩০ মিনিটে চাঁদগ্রাম ইউপি কার্যালয়ের সামনের জিকে ক্যানেলের পানিতে বন্ধুদের সাথে গোসল যায়। গোসল করার জন্য জিকে ক্যানালে লাফ দিলে সাঁতার না জানায় আর কিনারে ফিরে আসতে পারে নাই। সাথে থাকা বন্ধুদের আন্তঃচিৎকারে স্থানীয় লোকজন তাৎক্ষনিক খোজাখুজি শুরু করলে কোন সন্ধান পাই না। সংবাদ পেয়ে ফায়ার ব্রিগেড কর্মীরা আবিদ’র লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর: কুষ্টিয়ার দৌলতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাসেল আহাম্মেদ (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল নয়টার দিকে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের সোনাইকান্দি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল উপজেলার ঝাউদিয়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে। সে দৌলতপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাসেল তার তিন বন্ধুকে নিয়ে একটি মোটরসাইকেলে দৌলতপুরের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রাসেল মারা যায়। এ সময় রাসেলের দুই বন্ধু শিশির, সবুজ সহ আরও তিনজন আহত হন। তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে। উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আহতদের।
দৌলতপুর থানার উপ-পরিদর্শক অরুণ কুমার বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।