ঢাকাSaturday , 13 August 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আজকের ভিডিও খবর
  5. উপজেলার খবর
  6. কুষ্টিয়া
  7. খেলাধুলা
  8. চুয়াডাঙ্গা
  9. জেলার খবর
  10. টপ নিউজ
  11. পর্যটন
  12. প্রবাসীদের খবর
  13. ফিচার
  14. বিজ্ঞান-প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ভেড়ামারায় পেট্রোল পাম্পে বিস্ফোরণে নিহত-২ : আহত-৩

Link Copied!

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ধরমপুর ইউনিয়নের মহিষোডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে তেল দেওয়ার সময় পেট্রোল পাম্পে বিস্ফোরণের ঘটনায় দুজন নিহত ও ৩ জন আহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়ে আহতদের কে ভেড়ামারা ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

শুক্রবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে ভেড়ামারা উপজেলার মহিষাডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার শরিফুল ইসলাম।

ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, রাত ৮ টার দিকে উপজেলায় ধরমপুর ইউনিয়নের মহিষোডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে তেল দেওয়ার সময় পাম্পে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে দুজন নিহত হয়েছেন, দগ্ধ হয়ে ৩ জন আহত হয়েছেন । নিহতরা হলো জেলার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের দিঘলকান্দী এলাকার শাহাজুদ্দীনের ছেলে
শাহাজুল (৩৫) অপর জন একই এলাকার তৌহিদুল ইসলামের ছেলে বিজয় (১৬)। দফাদার ফিলিং স্টেশনের আগুন এখন নিয়ন্ত্রনে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।