ঢাকাSunday , 31 October 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আজকের ভিডিও খবর
  5. উপজেলার খবর
  6. কুষ্টিয়া
  7. খেলাধুলা
  8. চুয়াডাঙ্গা
  9. জেলার খবর
  10. টপ নিউজ
  11. পর্যটন
  12. প্রবাসীদের খবর
  13. ফিচার
  14. বিজ্ঞান-প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ভেড়ামারায় পোল্টি ফার্মে অগ্নিকান্ডে ১ হাজার মুরগি’র মৃত্যু

Link Copied!

কুষ্টিয়ার ভেড়ামারায় শিহাব পোল্টি মুরগির ফার্মে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ফার্মে থাকা প্রায় ১ হাজার মুরগি আগুনে পুড়ে মারা যায়। প্রায় ৫ লাখ টাকা ক্ষতি সাধিত হয়েছে। শনিবার সাড়ে রাত ৯টার দিকে উপজেলার নওদা ক্ষেমিরদিয়াড় এলাকায় অবস্থতি শিহাব মুরগি ফার্ম এ ঘটনা ঘটে।

 

 

 

পোল্টি ফার্মের মালিক শিহাবুল ইসলাম জানান, বাবা মারা যাওয়ার পরে অনেক কষ্ট করে এই মুরগির ফার্ম করেছিলাম। আমাদের পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল এটি। ফার্মটিতে বিক্রয় উপযোগী ৩০ দিনের ১ হাজার পোল্টি মুরগি ছিল। হঠাৎ ফার্মে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে আসে এবং ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে ফার্মে থাকা প্রায় সব মুরগি পুড়ে মারা গেছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

 

 

 

ভেড়ামারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, অগ্নিকাÐের খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে জানা গেছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।