
কুষ্টিয়ার ভেড়ামারায় র্যাব অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ মিঠুন ওরফে কালাচাঁদ (৩২)কে গ্রেফতার করে । সোমবার বিকাল ৪ টার দিকে উপজেলার ফয়জুল্লাপুর গ্রামস্থ মিঠুন ওরফে কালাচাঁদ এর নিজ বসত ঘর থেকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করে । গ্রেফতারকৃত মিঠুন ওরফে কালাচাঁদ উপজেলার ফয়জুল্লাপুরের বাবু গাইনের ছেলে ।
র্যাব জানায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার বিকাল ৪ টার দিকে জেলার ভেড়ামারায় অভিযান পরিচালনা করে। এসময় উপজেলার ফয়জুল্লাপুরের বাবু গাইনের বাড়িতে অভিযান চালিয়ে ১ টি বিদেশী রিভলবার,৭ রাউন্ড গুলিসহ বাবু গাইনের ছেলে মিঠুন ওরফে কালাচাঁদ কে গ্রেফতার করে ।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ আসামীর বিরুদ্ধে ভেড়ামারা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত মিঠুন ওরফে কালাচাঁদ কে থানায় সোপর্দ করে র্যাব ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।