কুষ্টিয়ার ভেড়ামারায় স্টিয়ারিং ট্রলি ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মকবুল হোসেন(৪৮) নামে এক শ্রমিক নিহত হয়েছে। বুধবার ক্ষেমিরদিয়াড়-মওলাহাবাসপুর সড়কে মাঠের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। নিহত মকবুল মওলাহাবাসপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, স্টিয়ারিং ট্রলির সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মকবুল মারা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক মৃত ঘোষণা করেন। মকবুল রুপপুর পারমানবিক প্রকল্পের শ্রমিক ছিলো।
সে বাড়ি থেকে রুপপুরে কর্মস্থলে যাচ্ছিলো। দুর্ঘটনার পরই ট্রলি নিয়ে ড্রাইভার পালিয়ে গেছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।