
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপনের ধারাবাহিকতায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে ।
এ দিবসটি উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি মাধ্যমিক বিদ্যালয় একটি বিজয় র্যালি বের করে । বৃহস্পতিবার বিজয় দিবস উপলক্ষে উপজেলার খলিসাকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান শিক্ষক সাঈদ হোসেন ব্যবস্থাপনায় র্যালীতে ছাত্র –ছাত্রী ও শিক্ষক -শিক্ষিকা, অংশগ্রহণ করেন।
সকালে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন করে উক্ত বিদ্যালয় হতে বিজয় র্যালি শুরু করে স্থানীয় খলিসাকুন্ডি বাজার প্রদক্ষিণ করা হয়। অতঃপর আলোচনা সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক –শিক্ষিকা মন্ডলী ও অতিথিবৃন্দ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।