ঢাকাWednesday , 14 July 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আজকের ভিডিও খবর
  5. উপজেলার খবর
  6. কুষ্টিয়া
  7. খেলাধুলা
  8. চুয়াডাঙ্গা
  9. জেলার খবর
  10. টপ নিউজ
  11. পর্যটন
  12. প্রবাসীদের খবর
  13. ফিচার
  14. বিজ্ঞান-প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মাঠে গরু চরানোকে কেন্দ্র করে কুষ্টিয়ায় এক কৃষককে পিটিয়ে আহত

Link Copied!

কুষ্টিয়া বটতৈল ইউনিয়নের বরিয়া গ্রামের এক গরিব কৃষককে নির্মমভাবে পিটিয়ে আহত করেছে দুষ্কৃতকারীরা। আহত ওই কৃষকের নাম মজিবর রহমান (৫০)। মঙ্গলবার(১৩ জুলাই) বরিয়া টাকিমারায় এ ঘটনা ঘটেছে।

 

 

জানা গেছে, মঙ্গলবার দুপুরে বরিয়া টাকিমারার ফাঁকা মাঠে গরু চরাচ্ছিলেন কৃষক মজিবর। গত ধানের বোরো মৌসুমের পর পরিত্যক্ত মাঠে এবার প্রচুর ঘাস হয়েছে। তাই কৃষকরা মাঠেই বেশি গরু চরাচ্ছে। মাঠে সকল কৃষক যে যার মতো গরু খাওয়ালেও বাধা হয়ে দাঁড়িয়েছে বরিয়া গ্রামের কতিপয় বখাটে যুবক। তারা মাঠের ঘাস তাদের গরু ছাড়া আর কারো গরুকে খাওয়াতে দিতে রাজী নয়। তাই অন্য কৃষকদের মাঠে গরু চরাতে দিচ্ছেনা তারা।

 

 

ওই এলাকার কৃষকরা জানায়, কুষ্টিয়ার বরিয়া মাঠে ওই এলাকার ইব্রাহিমের ছেলে এনামুল, সাইদুল টুকু, জাহাঙ্গীর, আলমগীর ও নওশরের ছেলে তারিখ। তারা তাদের মাঠে অন্য গরুকে ঘাস না খাওয়ানোর জন্য এলাকার কৃষক মজিবরসহ অন্যদের নিষেধ করে।

 

মজিবর মাঠে ঘাস খাওয়ানোই তারা সংঘবদ্ধ হয়ে লাঠি সোটা নিয়ে মাঠে আসে । তারা কৃষক মজিবরকে বেদম মারপিট করে।
এমতাবস্থায় মাঠের লোকজন এসে মজিবরকে উদ্ধার করে।

 

 

কৃষক মজিবর রহমান জানান ; আমি গরিব মানুষ মাঠে কাজ করে ও গরু পালন করে তার সংসার চলে। মাঠে গরু চরানোর কারণে ওই সকল দুস্কৃতকারীরা আমাকে মারধর করেছে। হত্যার হুমকীও দিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এই রিপোর্ট লেখা পযর্ন্ত কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে আহতের পরিবার।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।