ঢাকাSunday , 26 September 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আজকের ভিডিও খবর
  5. উপজেলার খবর
  6. কুষ্টিয়া
  7. খেলাধুলা
  8. চুয়াডাঙ্গা
  9. জেলার খবর
  10. টপ নিউজ
  11. পর্যটন
  12. প্রবাসীদের খবর
  13. ফিচার
  14. বিজ্ঞান-প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মাথাভাঙ্গা নদীর জলাশয় দখলকে নিয়ে সিন্দুরকৌটা-শুকুরকান্দিতে দু’পক্ষের সংঘর্ষে ১২জন আহত

Link Copied!

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের সিন্দুরকৌটা-শুকুরকান্দি গ্রাম সংলগ্ন মাথাভাঙ্গা নদীতে মাছ অবমুক্ত করার জন্য জলাশয় দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের ১২জন আহত হয়েছেন।
এদের মধ্যে উভয়পক্ষের মারাত্বক আহতরা হলেন-সিন্দুরকৌটা গ্রামের মোশাররফ হোসেন (৪০),হামিদুল ইসলাম (৪২),আমান হোসেন (২৮),রতন আলী (৩২),শফিরুল ইসলাম (৩৫) ও জিন্দার আলী (৪২)।

আহতদের স্থানীয় ক্লিনিক ও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সভর্তি করা হয়েছে।বাকীরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।আজ শনিবার দুপুর ১টার দিকে মাথাভাঙ্গা নদীর পাড়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,মাথাভাঙ্গা নদীর অববাহিকায় সিন্দুরকৌটা গ্রামের নায়েব আলীর ছেলে রতন আলীসহ কয়েকজন মাথাভাঙ্গা নদীর অববাহিকার জলাশয় সরকারের সাথে বন্দোবস্ত নিয়েছেন। সে মোতাবেক রতন আলীসহ তার লোকজন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করছিলেন।

এসময় একই গ্রামের কামাল হোসেনের পক্ষের নেতৃত্বদানকারী জামাল হোসেনসহ তার লোকজন মাছের পোনা অবমুক্তকরণে বাঁধা প্রদান করেন।এসময় দু’ পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় কুমারীডাঙ্গা পুলিশ ও গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থি’তি নিয়ন্ত্রণে আনে।

আহত রতন আলী জানান,জামাল হোসেন প্রভাব খাঁটিয়ে আমাদের বন্দোবস্তকৃত জলাশয় দখল নেয়ার জন্য এ হামলা করেছেন।
এদিকে জামাল আহমেদ জানান,সরকারী নীতিমালা উপেক্ষা করে যেনো তেনো করে বন্দোবস্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেছেন।যা এলাকাবাসি মেনে নিচ্ছে না।

গাংনী থানার ওসি বজলুর রহমান জানান,সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌঁছানোর কারণে বড় ধরণের কোন ঘটনা ঘটেনি।উভয়পক্ষ থেকে অভিযোগ দিয়েছে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।