ঢাকাMonday , 22 March 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আজকের ভিডিও খবর
  5. উপজেলার খবর
  6. কুষ্টিয়া
  7. খেলাধুলা
  8. চুয়াডাঙ্গা
  9. জেলার খবর
  10. টপ নিউজ
  11. পর্যটন
  12. প্রবাসীদের খবর
  13. ফিচার
  14. বিজ্ঞান-প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মানুষের সুন্দর শারীরিক গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম: এসপি খাইরুল আলম

Link Copied!

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ খাইরুল আলম বলেছেন,খেলাধুলা “শিশুদের সুস্থ মানসিক বিকাশ,মননশীলতা, সৃজনশীলতা, কল্পনাশক্তিসহ কর্মদক্ষতা বৃদ্ধি করে। এছাড়া মানুষের সুন্দর শারীরিক গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। জীবন সংগ্রামে খেলাধুলা ই পারে মানুষ কে উপযুক্ত করে গড়ে তুলতে। তাই খেলাধুলা এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

 

 

 

অসীম শক্তি’র সন্ধান পেতে হলে শরীরচর্চা তথা খেলাধুলা করে জীবন সংগ্রামে অভ্যস্ত হতে হবে। পরাজয় বরণ করে নতুন উদ্যমে এগিয়ে আসুন। তাহলেই আপনি অসীম শক্তির সন্ধান পাবেন। তাই ছোটবেলা থেকেই খেলাধুলা করে শরীরের প্রতিটি অংশকে সতেজ রাখাটা খুবই দরকার।

 

 

 

সোমবার (২২ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এবং কুষ্টিয়া জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে ইয়ং টাইগার অনুর্ধ ১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগীতা ২০২০-২০২১ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।

 

এর আগে অতিথিরা বেলুন উড়িয়ে খেলার শুভ উদ্ধোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন,কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী এডভোকেট অরুপ কুমার নন্দী,বিসিবির কর্মকর্তা ও খেলোয়াররা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।