
কুষ্টিয়ার মিরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা জাসদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জাসদের দলীয় কার্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহাম্মদ শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মহাম্মদ আব্দুল্লাহ।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী। বিশেষ অতিথি’র বক্তব্য দেন উপজেলা জাসদের যুগ্ম-সাধারন সাধারন সম্পাদক কারশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ আফতাব উদ্দিন, প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস, আইন বিষয়ক সম্পাদক সাবেক পুলিশ কর্মকর্তা মোঃ আব্দুল করিম, ছাতিয়ান ইউনিয়ন পরিষদের নির্বাচনে জাসদ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল জলিল, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের জাসদ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মিজানুর রহমান মিজান, পোড়াদহ ইউনিয়ন জাসদের সভাপতি উত্তম কুমার চক্রবত্রী ও ছাতিয়ান ইউনিয়ন জাসদের যুগ্ম- সাধারন সম্পাদক শওকত হোসেন মিরুল।
এসময় জাসদ নেতা অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম, ছাতিয়ান ইউনিয়ন জাসদের অন্যতম নেতা জহুরুল ইসলাম তিতু, নাসির উদ্দিন লাবু মেম্বার, মোঃ সায়েম আলী, তৌহিদুল ইসলাম মাষ্টার, জাতীয় যুব জোট মিরপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান বিদ্যুৎ, যুবজোট নেতা ডা. মাসুদ, বাংলাদেশ ছাত্রলীগ মিরপুর উপজেলা শাখার যুগ্ম-সাধারন সম্পাদক অপু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।