কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া দারুল হিকমাহ্ হাফেজিয়া মাদ্রাসায় অবিভাবক শিক্ষক ছাত্রদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মাদরাসা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বারুইপাড়া দারুল হিকমাহ্ হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ সৈয়দ মোঃ হাসান ইমামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী।
বিশেষ অতিথি’র বক্তব্য দেন, শাপলা ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর বশির আহমেদ, মিরপুর উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাধারন সম্পাদক হাবিবুর রহমান রায়হান, সহ-সভাপতি আব্দুর রশিদ বিশ্বাস, আকবর আলী বিশ্বাস, সদস্য আব্দুল হক, সাদেক আলী, বারুইপাড়া ইউনিয়ন জাসদের অন্যতম নেতা আব্দুল খালেক, সাদেক আলী মেম্বার, ডাঃ মাসুদ রানা ও জিয়াউর রহমান জিয়া। এসময় এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।