কুষ্টিয়ার মিরপুরে মোহাম্মদ ফরজন মন্ডল (৫৫) নামের এক ব্যক্তির পোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের মহনপুর গ্রামে জিকে ক্যানেলের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত ফরজন মন্ডল উপজেলার পোড়াদহ ইউনিয়নের গোবিন্দপুর এলাকার মৃত সাবের হোসেন মন্ডলের ছেলে ।
পরিবারের লোকজন দাবি ফরজন মন্ডল মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বাজারের উদ্দেশে বের হয়ে আর বাড়ি ফিরেনি ।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ছাতিয়ান ইউনিয়নের মহনপুর গ্রামের জিকে ক্যানেলে ভাসছিল মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির পোড়ানো মরদেহটি উদ্ধার করে। তিনি বলেন ওই ব্যক্তিকে কে বা কারা পুড়িয়ে হত্যা করে লাশ পানিতে ফেলে গেছে। লাশটি উদ্বার করে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।