
কুষ্টিয়ার মিরপুর উপজলার ৯ মাইল কাচারী সংলগ্ন এলাকায় আজ (১১ জানুয়ারী) সোমবার সকাল সাড়ে ৭ টার সময় ঠাকুরগাঁও হতে ছেড়ে আসা একটি প্রাইভেট কারের সাথে কু্ষ্টিয়া হতে ছেড়ে যাওয়া কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি রাস্তার পাশের তামাক ক্ষেতে আছড়ে পড়ে আগুন ধরে যায়।
পরে ভেড়ামারা ও মিরপুর ফায়ার সার্ভিসের কর্মিদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।