ঢাকাMonday , 15 March 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আজকের ভিডিও খবর
  5. উপজেলার খবর
  6. কুষ্টিয়া
  7. খেলাধুলা
  8. চুয়াডাঙ্গা
  9. জেলার খবর
  10. টপ নিউজ
  11. পর্যটন
  12. প্রবাসীদের খবর
  13. ফিচার
  14. বিজ্ঞান-প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রঙ্গিলাকে কুপিয়ে হত্যা: মূল আসামি গ্রেফতার

Link Copied!

কুষ্টিয়ার মিরপুরে গৃহবধূ রঙ্গিলা খাতুন (৩৬) হত্যাকান্ডের মূল আসামি শাহাবুল ইসলামকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশ হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো হাসুয়া উদ্ধার করে।

 

 

সোমবার (১৫ মার্চ) ভোরে পুলিশ নিজ বাড়ি থেকে শাহাবুলকে গ্রেফতার করে। তিনি উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বীজনগর গ্রামের তৌহিদুল ইসলাম মালিথার ছেলে।

 

 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আতিকুর রহমান জানান, শনিবার বিকেলে নওদাপাড়া গ্রামের গৃহবধূ রঙ্গিলা বাড়ির পাশে মাঠে ঘাস কাটতে যান। এ সময় ওই যুবক তাকে কুপ্রস্তাব দেন। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন শাহাবুল।

 

 

পরদিন রোববার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের নওদাপাড়া এলাকার গঙ্গা-কপোতাক্ষ (জিকে) ক্যানেলের পার্শ্ববর্তী একটি তামাক খেতের ভেতর থেকে গৃহবধূ রঙ্গিলা খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।