
কুষ্টিয়ার মিরপুরে তামাক ক্ষেত থেকে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া শোলাবিল মাঠের তামাকের ক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূর নাম রঙ্গিলা খাতুন (৩৫)।সে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের নওদাপাড়ার ক্যানালপাড়ার গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।
জানা যায়, শনিবার বিকেলে সে মাঠে ঘাসকাটতে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজখুজি করে তাকে পাওয়া যায়নি। সকালে স্থানীয় জনগণ ওই মাঠে একটি তামাক ক্ষেতে তার লাশ দেখে পেয়ে পুলিশকে খবর দেয়। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে কুষ্টিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) আজমল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।