কুষ্টিয়ার মিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে একজনকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে।
শনিবার ১২ ই জুন বেলা সাড়ে ১২টায় বারুইপাড়া ইউনিয়নের ঢেপাহাটি গ্রামে সারোয়ার আলী (৫০) নামে এক ব্যক্তি কে রড বাটাম দাড়াসি, সহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
বারুইপাড়া ইউনিয়নের ঢেপাহাটি গ্রামের বাদল ডাক্তারের ছেলে বাপ্পি (৩০)এনাউলের ছেলে শুভ (৩৩) ও আশু পরামানিক এর নেতৃত্বে তার সহযোগীরা জাহাঙ্গীর, মন্টু, হৃদয়, আফজাল এই হামলা সংঘটিত করে।
প্রাথমিক চিকিৎসার জন্য মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা আশঙ্কাজনক দেখে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত চিকিৎসা চলমান রয়েছে
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।