ঢাকাTuesday , 9 February 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আজকের ভিডিও খবর
  5. উপজেলার খবর
  6. কুষ্টিয়া
  7. খেলাধুলা
  8. চুয়াডাঙ্গা
  9. জেলার খবর
  10. টপ নিউজ
  11. পর্যটন
  12. প্রবাসীদের খবর
  13. ফিচার
  14. বিজ্ঞান-প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে ফুলবাড়ীয়া ইউনিয়ন জাসদের কর্মী সভা অনুষ্ঠিত

Link Copied!

কুষ্টিয়ার মিরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নে জাসদের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ইউনিয়নের কামিরহাট বাজারে ওয়ার্ড জাসদের সভাপতি আব্দুর রবের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী।

 

 

 

স্বাগত বক্তব্য রাখেন, ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাসদ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক মিরপুর ইউনিয়নের মেম্বার মোঃ মিজানুর রহমান মিজান।

 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাসদ নেতা অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম, মিরপুর উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক মোঃ আফতাব উদ্দীন, আমলা ইউনিয়ন জাসদের সভাপতি মোঃ আজাম্মেল হক, ফুলবাড়িয়া ইউনিয়ন জাসদের সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম, আমলা ইউনিয়ন জাসদের সাধারন সম্পাদক রবিউল ইসলাম সেন্টু, জাতীয় যুবজোট মিরপুর উপজেলা শাখার সহ-সভাপতি রেজাউল হক তুফান, ফুলবাড়িয়া ইউনিয়ন জাসদের অন্যতম নেতা হাজী আশরাফ আলী, ডাঃ নুরুল ইসলাম, মনিরুল ইসলাম, গেটপাড়া ৭নং ওয়ার্ড জাসদের সাধারন সম্পাদক জসিম উদ্দিন সহ ইউনিয়ন ও ওয়ার্ড জাসদের বিভিন্ন নেতৃবৃন্দ।

 

 

 

জাসদ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক মিরপুর ইউনিয়নের মেম্বার মোঃ মিজানুর রহমান মিজান ইউনিয়নবাসীর উদ্দেশ্যে বলেন, বিগত দিনে যারা এই ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে যিনি দায়িত্ব পালন করছেন তাদের দ্বারা অত্র ইউনিয়নে তেমন কোন উন্নয়ন হয়নি। আপনারা যদি আমাকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিয়ে বিজয়ী করেন তাহলে আমি সর্ব প্রথম ইউনিয়ন পরিষদ ভবন তেরীর করার উদ্যেগ গ্রহন করবো সেই সাথে ইউনিয়নটিকে একটি মডেল ইউনিয়নে পরিণত করবো। আর জনগন পাশে থাকলে ইউনিয়ন থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল করে একটি সুন্দর ইউনিয়ন আপনাদের উপহার থেকে। তাই দলমত নির্বিশেষে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করবেন এই প্রত্যাশা রাখছি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।