
কুষ্টিয়া- মেহেরপুর সড়কের মিরপুরের বাস-ট্রলির মুখোমুখি সংঘর্ষে ভানু খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। আহত হয়েছে ট্রলির ড্রাইভার । শনিবার দুপুর ২ টার দিকে জেলার মিরপুর ভাঙ্গা বটতলায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, কুষ্টিয়া- মেহেরপুর সড়কের মিরপুর ভাঙ্গা বটতলায় মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি বাস – স্টেয়ারিং ট্রলির মুখোমুখি সংর্ঘষে স্টেয়ারিং ট্রলি উল্টে যায় এসময় রাস্তার পাশে থাকা মিরপুর গ্রামের মুন্তা মৃধার স্ত্রী ভানু খাতুন ও ট্রলির ড্রাইভার রুবেল আহত হয়,পরে স্থানিয়রা তাদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কত্যর্বরত ডাক্তার ভানু খাতুন কে মৃত ঘোষণা করেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।