
কুষ্টিয়ায় মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির আরও দুই যাত্রী আহত হয়েছেন। অসুস্থ স্ত্রীকে ডাক্তার দেখাতে গিয়ে না ফেরার দেশে চলে গেলেন দম্পতি।
বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া-পাবনা মহসড়কের মিরপুর আট মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের মোস্তাফিজুরের ছেলে শিশির আহাম্মেদ শোভেল (২২) এবং তার স্ত্রী মেহের নিগার (২০)।
জানা গেছে, শিশির আহম্মেদ পেশায় একজন মিস্ত্রি ছিলেন। তিনি তার অসুস্থ স্ত্রীকে ডাক্তার দেখাতে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের নিজ বাড়ি থেকে সিএনজিযোগে কুষ্টিয়ায় আসছিলেন। কুষ্টিয়া-পাবনা মহাসড়কের মিরপুর আট মাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস অটোরিকশাকে ধাক্কা দেয়।
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা এসে সিএনজির চার যাত্রীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশির এবং তার স্ত্রীকে মৃত বলে ঘোষণা করেন।