
কুষ্টিয়ার মিরপুরে র্যাবের অভিযানে গাঁজাসহ জিল্লুর রহমান(৪০) নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলার মিরপুরের ছাতিয়ান গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল ছাতিয়ান গ্রামস্ত বটগাছের সামনের পাকা রাস্তার উপরে একই গ্রামের ছানাউল্লাহর পুত্র জিল্লুর রহমান(৪০)কে আটক করে।
এ সময় তার কাছ থেকে ৫৮০ গ্রাম গাজা উদ্ধার করা হয়,যার আনুমানিক মূল্য প্রায় ১১ হাজার টাকা। তাছাড়া তার কাছ থেকে সীমকার্ডসহ একটি মোবাইল ফোনও আটক করা হয়। উদ্ধারকৃত আলামতসহ উক্ত আসামীর বিরুদ্ধে মিরপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয় এবং আসামীকে মিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।