কুষ্টিয়ার মিরপুর ফুলবাড়িয়া ইউনিয়নে জাসদের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের ১নং ওয়ার্ড ফুলবাড়িয়া গ্রামে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। জাসদ নেতা হাজী আশরাফ আলীর সভাপতিত্বে উক্ত কর্মী সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মিরপুর উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দীন, আইন বিষযক সম্পাদক মোঃ আব্দুল করিম, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে জাসদ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মিজানুর রহমান মিজান, ফুলবাড়ীয়া ইউনিয়ন জাসদের সভাপতি আব্দুস শুকুর, আমলা ইউনিয়ন জাসদের সভাপতি আজাম্মেল হক, সাধারন সম্পাদক রবিউল ইসলাম সেন্টু, কাজী সহিদুল ইসলাম সহ প্রমুখ।
সভা পরিচালনা করেন ফুলবাড়িয়া ইউনিয়ন জাসদের সাধারন সম্পাদক রেজাউল করিম।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।