দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে গাংনী পৌরসভার সাধারন নির্বাচনে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে রিটানিং অফিসার। আজ শনিবার গাংনী পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯টি কেন্দ্রের ৬১ বুথে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
গতকাল শুক্রবার দুপুরে পুলিশের পক্ষে থেকে জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলী বিফিং দেন। এরপর দুপুরেই জেলা রিটানিং কর্মকর্তা আহমেদ আলীর নির্দেশনায় স্ব স্ব পিজাইডিং অফিসার, আইনশৃখলাবাহিনীর সদস্যদের মাধ্যমে ইলেকট্রনিক ভোটিং মেশিন ( ইভিএম) যন্ত্র নিয়ে যাচ্ছেন কেন্দ্রে।
প্রতিটি বুথে ১টি করে ইভিএম মেশিনে ভোট নেওয়া হবে। আর প্রতিটি কেন্দ্রে ৪টি করে অতিরিক্ত ইভিএম যন্ত্র রাখা হয়েছে। পৌরসভায় মোট ভোটার ২০ হাজার ৩৫৭ জন তাদের ভোপটাধিকার প্রয়োগ করবেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।