
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের শালিকা গ্রামের প্রবীণ আওয়ামীলীগ নেতা অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিনকে দেখতে তার বাড়িতে যান।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ শনিবার দুপুরের দিকে বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেনের বাড়িতে পৌঁছান। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী সেখান বেশ কিছুক্ষণ অবস্থান করেন এবং তার চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন।
বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেনের সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন এ সময় প্রতিমন্ত্রীর সাথে ছিলেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।