মেহেরপুরে প্রচন্ড শীতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। গত তিনদিনে মেহেরপুর জেনারেল হাসপাতাল, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ৫ শতাধিক রোগী ভর্তি রয়েছে। ভর্তিকৃতদের মধ্য অধিকাংশই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত। গত দুইদিনে এ এলাকায় দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। গত দুই দিনে তাপমাত্রা কমে যাওয়ার এখানকার কর্মমুখী মানুষের কাজ করা কষ্টকর হয়েছিল। তবে আজ মঙ্গলবার সকাল ১০টাই সূর্যের মুখ কিছুটা দেখা মিলেছে। তবে রোগীর সংখ্যা বাড়ছে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এমকে রেজা জানান, প্রচন্ড শীত ও আকাশ থেকে পড়া কুয়াশা শরীরে প্রবেশ করার কারণে ঠান্ডাজনিত রোগ বাড়ছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।