ঢাকাSunday , 10 October 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আজকের ভিডিও খবর
  5. উপজেলার খবর
  6. কুষ্টিয়া
  7. খেলাধুলা
  8. চুয়াডাঙ্গা
  9. জেলার খবর
  10. টপ নিউজ
  11. পর্যটন
  12. প্রবাসীদের খবর
  13. ফিচার
  14. বিজ্ঞান-প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে বোমা ও রামদা উদ্ধার

Link Copied!

মেহেরপুর সদর উপজেলার বারাকপুরের একটি ইটভাটার অফিস রুমের ছাদ থেকে বোমা সাদৃশ্য বস্তু ও রামদা উদ্ধার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। আজ রবিবার বিকেলের দিকে সদর উপজেলার বারাকপুর গ্রামের চঞ্চলের ইট ভাটার অফিস রুমের ছাদ থেকে বোমা সাদৃশ্য ৫ টি বস্তু এবং ১২ টি রামদা উদ্ধার করেন।

 

 

জানা গেছে রবিবার বেলা ১১ টার দিকে চঞ্চলের ভাটায় কাজ করতে যাওয়া মিজান নামের এক শ্রমিক ছাদের উপরে উঠে বোমা সাদৃশ্য বস্তু ও দেশীয় তৈরি রামদা গুলো দেখে ভাটার মালিককে খবর দেন। ভাঁটার মালিক পরে পুলিশকে খবর দিলে, আজ দুপুরের দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছান। পরে ছাদের উপর থেকে লাল কসটেপে মোড়ানো বোমা সাদৃশ্য ৫টি বস্তু এবং বড় ধরনের ১২ টি রামদা উদ্ধার করেন।

 

 

এ সময় মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শাহা দারা, ইন্সপেক্টর রাসুল সামদানী সহ থানা পুলিশের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার জানান তদন্ত না করে বলা যাবে না। এগুলো কিভাবে অস্ত্র এখানে এলো। এদিকে ইটভাটায় বোমা সাদৃশ্য বস্তু ও অস্ত্র রাখার বিষয়টি জানাজানি হলে বারাকপুর রাজাপুর সব আশপাশে গ্রাম থেকে উৎসুক জনতা সেখানে ভিড় জমান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।