
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর নির্বাচন স্বাধীনতা পরিষদ নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। জেলা শিল্পকলা একাডেমীর নির্বাচনে স্বাধীনতা পরিষদ ১০ টি পদের সবকটিতে জয়লাভ করেছে।
গতকাল শনিবার সকাল ৯ টা থেকে ভোটদান পর্ব শুরু হয়ে বিরতিহীন ৪টা পর্যন্ত ভোটদান পর্ব চলে। ৩২০ জন ভোটারের ২৮৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োাগ করেন। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার সুজন দাশগুপ্ত আজ রবিবার সকালে নির্বাচনী ফলাফল ঘোষনা করেন। সহ-সভাপতি পদে বিনাপ্রতিদন্দিায় নুরুল আহমেদ ও ফৌজিয়া আফরোজ তুলি নির্বাচিত হয়েছেন।
ভোটে সাধারণ সম্পাদক পদে সাইদুর রহমান ১৭৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে পুনর্নিবাচিত হন। নির্বাচনী অপর প্রার্থী নিশান সাবের ৯৭ ভোট পান। সহ-সম্পাদক পদে আলি রেজা বিছু ১৪৬ মহিত আলি ১৭৮, নির্বাহী সদস্য পদে আবুল হাসনাত দিপু ১৮৯, মৌসুমী ঢালী ১৮৭, জাহিদ হাসান রাজিব ১৭০,সুলতানা রাজিয়া টনি ১৯৭ মিনারুল ইসলাম ১৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন।