
মেহেরপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন/২০২১ এর সহসভাপতি পদে মহাসিন আলী (দৈনিক মাথাভাঙ্গা ও আলোকিত বাংলাদেশ) ও ফারুক মল্লিক (দৈনিক ইনকিলাব) এবং যুগ্ম সম্পাদক পদে মাজেদুল হক মানিক (আর টিভি ও মাথাভাঙ্গা) ও রামিজ আহসান (যুমনা টিভি) বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হতে চলেছেন। আজ মঙ্গলবার (১৭ আগষ্ট) বেলা ২ টায় মনোনয়ন পত্র বিক্রির শেষ সময় ২টি সহসভাপতি পদের বিপরীতে ওই ২ জন এবং ২টি যুগ্ম সম্পাদক পদে ওই ২ জন মনোনয়ন পত্র কেনেন। এছাড়া বাকি ৯টি পদের বিপরীতে মোট ১৬ জন মনোনয়ন পত্র কিনেছেন।
মেহেরপুর প্রেস ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার নূরুল আহমেদ আরো জানান- আগামী ২ সেপ্টম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে সভাপতি পদে রফিকুল আলম ও ফারুক হোসেন, সাধারণ সম্পাদক পদে ফজলুল হক মন্টু ও রেজ আন উল বাশার তাপস, অর্থ সম্পাদক পদে জিএফ মামুন লাকি ও মামুন বঙ্গবাসী, সাংগাঠনিক সম্পাদক পদে বেন ইয়ামিন মুক্ত ও আবু আক্তার করণ, দপ্তর সম্পাদক পদে মনিরুল ইসলাম মনির ও জুলফিকার আলী কানন এবং ৪ টি নির্বাহী সদস্য পদের বিপরীতে রাশেদুজ্জামান, মেহের আমজাদ, নূহু বাঙালী, জাহিদুর রহমান, মীর মাহ লায়েল শিশির ও উম্মে ফাতেমা রোজিনা মনোনয়ন পত্র কিনেছেন।
প্রধান নির্বাচন কমিশনার নূরুল আহমেদ আরো জানান- আগামী বৃহস্পতিবার (১৯ আগষ্ট) বেলা ১২ টা হতে বেলা ২ টা পর্যন্ত পূরণকৃত মনোনয়ন পত্র জমা গ্রহণ করা হবে। আগামী ২২ আগষ্ট মনোনয়ন পত্র বাছাই শেষে ২৩ আগষ্ট বেলা ২ টায় প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।