
যশোরের বিভিন্ন পত্রিকা অফিসে যেয়ে শুক্রবার শুভেচ্ছা বিনিময় করেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নব-নির্বাচিত সহ-সভাপতি ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের নারী সাংবাদিক আফরোজা আক্তার ডিউ। দৈনিক জনকণ্ঠ অফিস, দৈনিক গ্রামের কাগজ, দৈনিক স্পন্দন, দৈনিক সমাজের কথা, দৈনিক প্রতিদিনের কথা, দৈনিক কল্যাণ, দৈনিক যশোর পত্রিকা অফিসে সরাসরি নিজে উপস্থিত হয়ে সাংবাদিক ইউনিয়নের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান আফরোজা আক্তার ডিউ ও যুগ্ম মহাসচিব হেদায়েৎ হোসেন মোল্লা। এছাড়াও প্রেসক্লাব যশোর, যশোর সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয় কুষ্টিয়ার সভাপতি ও কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান সম্রাট, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার প্রচার ও প্রকাশনা সম্পাদক চাঁদ আলী, সদস্য মাহমুদুল হাসান বাদল, আরিফুল ইসলাম।
দৈনিক গ্রামের কাগজ পত্রিকার সম্পাদক, দৈনিক কল্যানের সম্পাদক, দৈনিক সমাজের কথার বার্তা সম্পাদক, দৈনিক প্রতিদিনের কথার বার্তা সম্পাদক, দৈনিক যশোর পত্রিকার বার্তা সম্পাদক, দৈনিক স্পন্দনের বার্তা সম্পাদক, দৈনিক জনকণ্ঠের যশোর ব্যুরো প্রধান সহ সকল সাংবাদিকদের সাথে পৃথক পৃথক সাক্ষাৎ ও শুভেচ্ছা জ্ঞাপন হয়। এছাড়াও যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদকের সাথে সাক্ষাৎ হয়।
সকলে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নব-নির্বাচিত সহ-সভাপতি ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের নারী সাংবাদিক আফরোজা আক্তার ডিউ ও যুগ্ম মহাসচিব হেদায়েৎ হোসেন মোল্লাকে শুভেচ্ছা ওঅভিনন্দন জানান।