ঢাকাMonday , 22 February 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আজকের ভিডিও খবর
  5. উপজেলার খবর
  6. কুষ্টিয়া
  7. খেলাধুলা
  8. চুয়াডাঙ্গা
  9. জেলার খবর
  10. টপ নিউজ
  11. পর্যটন
  12. প্রবাসীদের খবর
  13. ফিচার
  14. বিজ্ঞান-প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

‘রহস্যময় একজন’ উপন্যাসের প্রকাশনা ও গ্রন্থ আলোচনা অনুষ্ঠিত

admin
February 22, 2021 5:04 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: উপন্যাসিক কনক চৌধুরীর সদ্য প্রকাশিত সামাজিক রোমান্টিক উপন্যাস ‘রহস্যময় একজন’ গ্রন্থ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টায় শহরের পাবলিক লাইব্রেরী ভবনস্থ রোটারি গ্যালারীতে সুন্দরম ললিত কলা একাডেমীর প্রধান পৃষ্ঠপোষক চৌধুরী মুর্শেদ আলম মধুৃর সভাপতিত্বে অনুষ্ঠিত এই গ্রন্থ সমালোনায় প্রধান অতিথি ও আলোচক ছিলেন রবিন্দ্র মৈত্রী বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহজাহান আলী।

 

 

অন্যান্যদের মধ্যে ছিলেন ট্রেজারার ড. মোহাম্মদ মামুন, সম্মিলিত সামাজিক আন্দোলনের কুষ্টিয়া জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ইবি বাংলা বিভাগের অধ্যাপক ড. রেজাউল করীম, প্রফেসর ড. নুরুন নাহার, সহাকারী অধ্যাপক শাহেদ আহম্দে, সহযোগী অধ্যাপক অজয় মৈত্র, সৈয়দা হাবিবা, কারশেদ আলম, এ্যাড. সুব্রত চক্রবর্তী, অধ্যাপক রেজাউল করীম, আকতারুজ্জামান চিরূ, বদরুজ্জামান প্রমুখ।

 

 

 

এসময় আলোচকবৃন্দ বলেন, নানা ঘাত প্রতিঘাত বা প্রতিবন্ধকতার গন্ডি মাড়িয়ে গল্প, উপন্যাস বা কাব্য লেখা বা রচনা শেষে বিদ্যমান সমাজ বাস্তবতায় চুড়ান্ত প্রকাশনা সত্যিই একটা বড় দু:সাহসিক চ্যালেঞ্জ। যা ‘রহস্যময় একজন’ নামীয় উপন্যাসের লেখক কনক চৌধুরী তার সৃষ্টিশীল কর্মের মধ্যে প্রমান করতে সক্ষম হয়েছেন। সেকারণে এটা নি:দ্বিধায় বলা যায় এজাতীয় গ্রন্থ প্রকাশনা ভিত্তিক বুদ্ধি বৃত্তিক আলোচনা বা সমালোচনা অবশ্যই এসব লেখকদের সৃষ্টিশীল কাজকে উৎসাহ যোগাবে। বক্তারা লেখক কনক চৌধুরীর সকল সৃষ্টিশীল কর্মের উত্তোরত্তোর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।