কুষ্টিয়ার ভেড়ামারায় রাস্তার উপর বর্জ্য ফেলার দায়ে এক হোটেল মালিক কে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ এ অভিযান পরিচালনা করেন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ জানান, রাতে উপজেলার গোলাপনগর রাস্তার উপর বর্জ্য ফেলার দায়ে স্বপন হোটেলের মালিক লুৎফর রহমান ( ৫০) কে ১০হাজার ও ভ্যান চালক বাবু (৪৮) কে ৫হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্যান চালকের জরিমানা হোটেল মালিকের নিকট হতে আদায় করা হয়। স্থানীয় লোকজন হাতেনাতে ধরে ফেলে ময়লা ফেলার সময়। এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে ইউএনও সোহেল মারুফ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।