ঢাকাMonday , 26 July 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আজকের ভিডিও খবর
  5. উপজেলার খবর
  6. কুষ্টিয়া
  7. খেলাধুলা
  8. চুয়াডাঙ্গা
  9. জেলার খবর
  10. টপ নিউজ
  11. পর্যটন
  12. প্রবাসীদের খবর
  13. ফিচার
  14. বিজ্ঞান-প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

লকডাউনের মধ্যেও সীমান্ত দিয়ে থেমে নেই অবৈধ পারাপার

Link Copied!

ঝিনাইদহ সীমান্তে ৫ দিনে ৪৯ জন আটক

কঠোর লকডাউনের মধ্যেও সীমান্ত দিয়ে অবৈধ পারাপার থেমে নেই। ঈদের ছুটির মধ্যে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে পার হয়েছে ৪৯ জন।

 

 

জেলার মহেশপুর উপজেলার মাটিলা, সলেমানপুর, জুলুলি, পারঘাটা, জামতলাপাড়া, সুন্দরপুর, একাশিপাড়া, শরিষাঘাটা ও শ্যামকুড় গ্রাম থেকে এদের আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ জুলাই মহেশপুরের শ্যমকুড় সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় একজন, একই তারিখে শরিষাঘাটা সীমান্ত দিয়ে ৩ জন, ২৩ জুলাই আকাশি পাড়া থেকে ৩ জন, একই তারিখে সুন্দরপুর সীমান্ত দিয়ে ৪ জন, জামতলাপাড়া থেকে ২ জন, ২১ জুন পারঘাটা গ্রাম থেকে ২ জন, একই তারিখে মাটিলা গ্রাম থেকে ৫ জন, জুলুলি গ্রাম থেকে ১০ জন, ২০ জুলাই সলেমানপুর গ্রাম থেকে ৬ জন, মাটিলা গ্রাম থেকে ৯ জন ও জীবননগর থেকে ৪ জনকে আটক করে বিজিবি। আটকের পর মহেশপুর থানায় মামলা দিয়ে তাদেরকে হোম কেয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।