
কুষ্টিয়ার ভেড়ামারা লালনশাহ্ সেতুর নীচে পদ্মা নদীতে গোসল করতে নেমে নুরু (১৬) নামের এক স্কুল ছাত্র নিখোঁজ হয়। সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে লালনশাহ্ সেতুর নীচে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নদীতে ডুবে যায় ।
ডুবে যাওয়ার ১ঘণ্টা পর ঐ স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে করেছ ভেড়ামারা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
এর আগে বিকাল সাড়ে ৪ টার দিকে লালনশাহ্ সেতুর নীচে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নদীতে ডুবে যায় পরে ভেড়ামারা পুলিশ এবং ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা একযোগে পুলিশ এবং ফায়ার সার্ভিস তরুণ নূরু কে উদ্ধার কাজ শুরু করেন। নদীতে খোঁজাখুঁজির ১ঘণ্টা পর সন্ধ্যার সময় পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা নূরুকে ডুবে যাওয়া মৃতদেহ উদ্ধার করে।
ডুবে যাওয়া নিহত স্কুল ছাত্র নুরু ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর এলাকার মূসা মালিথার ছেলে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজালাল জানান, ভেড়ামারার গোলাপনগর এলাকার তিনজন স্কুল ছাত্র নূরু, রিয়াদ ও সিয়াম হার্ডিঞ্জ ব্রীজের নিচে পদ্মা নদীতে গোসল করার জন্য বাড়ি বের হয়। তাঁরা নদীতে গোসল করতে করতে এক পর্যায়ে নূহ ডুব দিলে তাকে আর খুঁজে পাওয়া যায় না।
পুলিশ এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারপরে একযোগে পুলিশ এবং ফায়ার সার্ভিস তরুণ নূরুকে উদ্ধার কাজ শুরু করেন। ১ঘণ্টা পর সন্ধ্যার সময় পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা নূরু কে ডুবে যাওয়া মৃতদেহ উদ্ধার করে।