
কুষ্টিয়া-১ আসনের (দৌলতপুর) সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার রাতে করোনা ভাইরাসে আক্রান্তের বিষয়টি এমপি নিজেই তার ফেসবুক পেজে নিশ্চিত করেছেন ।
বাদশাহ এমপি কয়েকদিন ধরে শরীরে জ্বর, ঠান্ডা, কাশি থাকায় করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। বুধবার করোনা নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। তবে বাদশাহ এমপি শারীরিকভাবে ভালো আছেন।
এ নিয়ে বাদশাহ এমপি তার তার ফেসবুক পেজে করোনা ভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে লেখেন , আমি করোনা আক্রান্ত৷ আতঙ্কিত হবেন না! আল্লাহ’র রহমতে শারীরিক ভাবে আমি অনেক টা সুস্থ আছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ও মোবাইল ফোনে আমার প্রতি আপনারা যে সহানুভূতি দেখিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ এবং অভিভূত।
মহান সৃষ্টিকর্তা আল্লাহ্ তা’লার কাছে আমার জন্য দোয়া করবেন৷ আমিও আল্লাহ্ তা’লার কাছে প্রার্থনা করি আমরা যেন সবাই সুস্থ থাকি। করোনা ভাইরাসের অভিশাপ থেকে বিশ্ববাসী যেন মুক্তি পায়। সাবধানে থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। অসুস্থতার কারণে ফোন কল থেকে দূরে থাকতে হচ্ছে বলে দুঃখিত৷ জরুরী প্রয়োজনে টেক্সট করুন।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু