কুষ্টিয়ায় নারী সাংবাদিকের হামলাকারীর পক্ষ নিয়ে এনটিভিতে প্রগতিশীল সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যাচার ও কটুক্তি করার প্রতিবাদে আজ প্রেসক্লাব কেপিসি’র প্রেসক্লাব চত্ত্বরে এনটিভির মালিক মোসাদ্দেক আলী ফালু গং এর বিরুদ্ধে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত।
কু্ষ্টিয়ায় নারী সাংবাদিকের হামলাকারীর পক্ষ নিয়ে এনটিভিতে প্রগতিশীল সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যাচার ও কটুক্তি করার প্রতিবাদে আজ প্রেসক্লাব কেপিসি’র প্রেসক্লাব চত্ত্বরে এনটিভির মালিক মোসাদ্দেক আলী ফালু গং এর বিরুদ্ধে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিস এর সভাপতি, দৈনিক আরশিনগর পত্রিকার সম্পাদক, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি রাশিদুল ইসলাম বিপ্লব তার বক্তব্যে বলেন কুষ্টিয়ায় যেমন পুলিশ প্রশাসনের প্রতিটি পুলিশের ডোপ টেস্ট করে মাদকাসক্তি নির্ণয় করা হয়েছিল, ঠিক তেমনি প্রতিটা সাংবাদিককে ডোপ টেস্ট করা হোক এবং যাদের টেস্টে মাদকের প্রমাণ পাওয়া যাবে, তাদেরকে মাদকের আইনে গ্রেফতার করা হোক।
এছাড়া আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, নিউজ ২৪ চ্যানেলের কুষ্টিয়া প্রতিনিধি, দৈনিক স্বর্ণযুগ পত্রিকার সম্পাদক জামিল হোসেন খান খোকন, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি এর সাধারণ সম্পাদক যায়যায়দিন পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি সোহেল রানা, আফরোজা আক্তার ডিউ, মাহমুদ হাসান এবং আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া সকল থানা ও উপজেলার সাংবাদিকবৃন্দ।