
নোয়াখালীতে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বিক্ষোভ সমাবেশ করেছেন। আজ সোমবার দুপুর ১২টা থেকে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র চত্বরে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ সমাবেশ করে সাংবাদিকরা।
এতে বক্তব্য দেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব (বাংলাদেশ বেতার), সহ সভাপতি জামিল হাসান খান খোকন ( নিউজ24 টিভি), সাধারণ সম্পাদক সোহেল রানা (জিটিভি/দৈনিক যায়যায়দিন), কোষাধ্যক্ষ মিলন উল্লাহ ( ইনডিপেন্ডেন্ট টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদ হাসান (দৈনিক নওরোজ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ (দৈনিক মুক্তকন্ঠ), নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
গত শুক্রবার বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশির হাট পূর্ব বাজারে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় গুলিবিদ্ধ হন সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির। গতকাল শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সাংবাদিক মুজাক্কির উপজেলার চরফকিরা ইউনিয়নের নোয়াব আলী মাস্টারের ছেলে। তিনি নোয়াখালী সরকারি কলেজ থেকে সম্প্রতি রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স শেষ করেন। মুজাক্কির দৈনিক বাংলাদেশ সমাচার ও অনলাইন পোর্টাল বার্তা বাজারের প্রতিনিধি ছিলেন।