নিজস্ব প্রতিবেদক : বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে সাংবাদিক ও সংবাদ মাধ্যমকর্মী (চাকরি শর্তাবলী) আইন পাশ এবং নবম ওয়েজবোর্ড রোয়েদাদ সংশোধন ও বাস্তবায়নসহ সাংবাদিক সমাজের বিভিন্ন দাবি ও সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাসহ সারাদেশে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ও ষড়যন্ত্রের মিথ্যা মামলার প্রতিবাদে শনিবার বিকেলে কক্সবাজারের সুগন্ধা সড়কে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ।
এছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, দিনাজপুর, যশোর, নারায়ণগঞ্জ, কক্সবাজার ও কুষ্টিয়ার সাংবাদিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কুষ্টিয়া থেকে বিএফইউজে’র সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ, নির্বাহী সদস্য
বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ও সোহেল রানা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মানববন্ধনে যোগ দিয়েছেন।