
কুষ্টিয়া-মেহেরপুর সড়কের গাংনী উপজেলার চেংগাড়া নামক স্হানে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় মমিনুল ইসলাম (৩২) নিহত হয়েছেন।
আজ রবিবার (২১ নভেম্বর), সকালে নিজ বাসভবন হোগলবাড়ীয়া থেকে মেহেরপুর কোর্টে যাবার পথে এ দুর্ঘটনায় পতিত হয় মুমিনুল ইসলাম। মুমিনুল ইসলাম হোগলবাড়ীয়া গ্রামের মালিথা পাড়ার মৃত মোজুল ইসলাম ফরাজির ছেলে বলে জানা যায়।
নিহত মমিনুল ইসলাম চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক মাথাভাঙ্গা ও ভোরের ডাক পত্রিকার সাবেক গাংনী উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন পরে মেহেরপুর জজ কোর্টের পেশকার হিসেবে নিয়োজিত হন।
ঘটনার বিবরণে জানা যায়, আজ সকাল ৯ টার দিকে মোটরসাইকেলযোগে মেহেরপুর যাবার পথে চেংগাড়া পৌঁছলে ইট বোঝাই একটি গাড়ির সাথে ধাক্কা লেগে মমিনুল ছিটকে পড়ে যায়।
স্থানীয়রা মুমিনুল কে উদ্ধার করে গাংনী উপজেলা হেলথ্ কমপ্লেক্সে নিয়ে যায় কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ইট বোঝাই গাড়িটি আটকের জোর চেষ্টা চলছে।