
কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। আর আক্রনাত হয়েছে ২৯২ জন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে সদরে ৮জন, কুমারখালি ২ জন, দৌলতপুরে ২ জন, খোকসায় ২ জন ও মিরপুর উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে।
রবিবার রাত সাড়ে ১১ টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসনের দেওয়া তথ্য মতে ২৪ ঘন্টায় ৮৮৫ টি নমুনার ফলা ফলে এর মধ্যে ২৯২জনের দেহে করোনার ধরা পরেছে। আর এ সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১৫ জনের জনের মৃত্যু হয়েছে।
উপজেলা ভিত্তিক রিপোর্টে কুষ্টিয়া সদরে ১৫৩জন,কুমারখালি ২৪ জন,দৌলতপুরে ৪৪ জন, ভেড়ামারায় ৩৪ জন,মিরপুর উপজেলায় ২৯ জন, খোকসায় ৮ জন পজিটিভ এসেছে।
এদিকে সারাদেশের ন্যায় কুষ্টিয়ায় শুরু হয়েছে কঠোর লকডাইন। সকাল থেকে ওষুধ, কাচাবাজার ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। সড়কে জনসাধারণের উপস্থিতি নেই বললেই চলে। আর এ লকডাউন বাস্তবায়নের জন্য বৃষ্টির মধ্যেও মাঠে আছেন প্রশাসন। এছাড়া প্রশাসনকে সহযোগিতা করার জন্য মাঠে নেমেছে সেনাবাহিনীও।