
কুষ্টিয়ায় নতুন করে আরও ১৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছে, মারা গেছে ৭ জন । শনিবার রাতে কুষ্টিয়া সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেছে ।
কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের দেওয়া তথ্য মতে ২৪ ঘন্টায় মোট ৫৪৯ টি নমুনার মধ্যে ১৬৪ টি পজিটিভ,যার মধ্যে পিসিআর ল্যাবে ২৬৪ টি এবং এন্টিজেন টেস্ট ২০২ টি এবং ফরিদপুর মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত ৮৩ টি নমুনার মধ্যে যথাক্রমে ১০০, ৩৬ এবং ২৮ টি টেস্ট পজিটিভ এসেছে।
কুষ্টিয়া জেলায় কোভিড-১৯ ভাইরাসে এ আক্রান্ত ১৬৪ জন ব্যক্তির মধ্যে কুষ্টিয়া সদরে ১০০ জন,কুমারখালি ২৪ জন,দৌলতপুরে ১৬ জন, ভেড়ামারায় ১৩ জন,মিরপুরে ৭ জন, খোকসায় ৪ জন করোনা পজিটিভ এসেছে।
এদিকে কুষ্টিয়া শহরের বারখাদা ত্রিমোহনী মোড়, বটতৈল মোড়, লাহিনী বটতৈল মোড়, মোল্লাতেঘরিয়া মোড়, মিলপাড়া রেলক্রসিং, হরিপুর শেখ রাসেল সংযোগ সেতুর উত্তর প্রান্ত ও জগতি রেল বাজার এলাকায় পুলিশ চেকপোষ্ট বসিয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে। চলমান কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশ উল্লেখিত স্থানে সকাল ৬ টা হতে রাত ১০ টা পর্যন্ত কাজ করে যাচ্ছে। এ ছাড়াও ২৪ ঘন্টা টহল টিম শহরের বিভিন্ন স্থানে কর্তব্যরত আছে বলে পুলিশ সুপার খাইরুল আলম জানিয়েছে।